Duration 1:25:37

পর্ব ২৬ | আল-ফারুক | বিদায় হে আমিরুল মু'মিনীন | Raindrops Media

26 378 watched
0
807
Published 5 Oct 2021

বিদায় আল-ফারুক! পর্ব ২৬ (শেষ পর্ব) --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- হুযাইফা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা উমর রা.–এর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, ফিতনা সম্পর্কে রাসুলুল্লাহ সা.–এর বক্তব্য তোমাদের মধ্যে কে স্মরণ রেখেছ? হুযাইফা রা. বললেন, ‘যেমনি তিনি বলেছিলেন হুবহু তেমনিই আমি মনে রেখেছি’। উমর রা. বললেন, রাসূলুল্লাহ সা.–এর বাণী স্মরণ রাখার ব্যপারে তুমি খুব দৃঢ়তার পরিচয় দিচ্ছ। আমি বললাম, (রাসূলুল্লাহ বলেছিলেন) মানুষ নিজের পরিবার-পরিজন, ধন-সম্পদ, সন্তান-সন্ততি, পাড়া-প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনায় পতিত হয়, সে ফিতনাকে সালাত, সিয়াম, সাদাকা, (ন্যায়ের) আদেশ ও (অন্যায়ের) নিষেধ দূরীভূত করে দেয়। উমর রা. বললেন, এটা জানা আমার উদ্দেশ্যে নয়। বরং আমি সেই ফিতনার কথা বলছি, যা সমুদ্র তরঙ্গের ন্যায় ভয়াল হবে। হুযাইফা রা. বললেন, হে আমীরুল মু’মিনীন! সে ব্যাপারে আপনার ভয়ের কোনো কারন নেই। কেননা, আপনার ও সেই ফিতনার মাঝখানে একটি বন্ধ দরজা রয়েছে। উমর রা. জিজ্ঞাসা করলেন, সে দরজাটি ভেঙ্গে ফেলা হবে, না খুলে দেওয়া হবে? হুযাইফা রা. বললেন, ভেঙ্গে ফেলা হবে। উমর রা. বললেন, তাহলে তো আর কোনো দিন তা বন্ধ করা যাবে না! ফিতনার মাঝে সেই বন্ধ দরজা কে ছিলেন? সেটা উমার নিজেই ছিলেন! তাঁর শাহাদাতের পর মুসলিম উম্মাহ একের পর এক ফিতনায় আক্রান্ত হতে শুরু করে। এই পর্বে আলোচিত হয়েছে, - উমার রা-এর শাহাদাতের বিবরণ - ফিতনার দরজা উন্মুক্ত হবার হাদীসের ব্যাপারে প্রাসঙ্গিক আলোচনা ডাউনলোড লিংক- অডিওম্যাক - https://tinyurl.com/yxpremt3 হিয়ারদিস - https://tinyurl.com/y4kdxehk আর্কাইভ - https://tinyurl.com/y6z74rwq

Category

Show more

Comments - 110